IQNA

ইমাম হুসাইনের বাণীতে ইমাম মাহদীর(আ.) আবির্ভাব

20:27 - December 14, 2017
সংবাদ: 2604554
ইমাম মাহদীর অন্তর্ধান সম্পর্কে ইমাম হুসাইন(আ.) বলেছেন, لصاحب هذا الامر غیبتان، احدهما تطول حتی یقول بعضهم: مات و بعضهم قتل و بعضهم ذهب و لا یطلع علی موضعه احد من ولی و لا غیره الاالمولی الذی یلی امره; আমাদের কায়েমের দুইটি অন্তর্ধান থাকবে তার মধ্যে একটি এত বেশী দীর্ঘ হবে যে, অনেকেই বলবে তিনি মারা গেছেন, অনেকে বলবে তাকে হত্যা করা হয়েছে আবার কেউ বলবে তিনি চলে গেছেন। শুধুমাত্র তার খাদেম ছাড়া কেওই বলতে পারবে না যে, তিনি কোথায় বসবাস করেন।

ইমাম হুসাইনের বাণীতে ইমাম মাহদীর(আ.) আবির্ভাব


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বলুন: সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। (সূরা বনী ইসরাইল-৮১)

ইমাম বাকের (আ.) উক্ত আয়াত সম্পর্কে বলেছেন: যখন ইমাম মাহদী (আ.) আবির্ভূত হবেন তখন সকল বাতিল শাসন ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। (রওযাতুল কাফি, পৃষ্ঠা ২৮৭)

নির্ভরযোগ্য শিয়া-সুন্নি হাদীস গ্রন্থসমূহে মহানবী (সা.) থেকে এতদপ্রসঙ্গে বর্নিত হয়েছে : لو لم يبق من الدنیا إلا یوم لبعث الله رجلا مناّ یملأ¬ها عدلا کما ملئت جورا

দুনিয়া ধ্বংস হতে মাত্র একদিনও যদি অবশিষ্ট থাকে তাহলে মহান আল্লাহ (ঐ একদিনের মধ্যেই) আমাদের (আহলে বাইতের) মধ্য থেকে এক ব্যক্তিকে অবশ্যই প্রেরণ করবেন যে এ পৃথিবী যেভাবে অন্যায়-অবিচারে পরিপূর্ণ হয়ে যাবে ঠিক সেভাবে ন্যায় ও সুবিচার দিয়ে তা পূর্ণ করে দেবে। (মুসনাদ-ই আহমদ ইবনে হাম্বল, ১ম খণ্ড, পৃ.৯৯, বৈরুত, দারুল ফিকর কর্তৃক প্রকাশিত)

ইমাম হুসাইন(আ.) বলেছেন: «سمعت الحسین بن علی علیه السلام یقول: لو لم یبق من الدنیا الایوم واحد لطول الله عزوجل ذلک الیوم حتی یخرج رجل من ولدی فیملاها عدلا و قسطا کما ملئت جورا و ظلما، کذلک سمعت رسول الله یقول; দুনিয়া ধ্বংস হতে মাত্র একদিনও যদি অবশিষ্ট থাকে তাহলে মহান আল্লাহ ঐ দিনকে এত বেশী দীর্ঘায়ীত করবেন যে, আমাদের (আহলে বাইতের) মধ্য থেকে এক ব্যক্তিকে অবশ্যই প্রেরণ করবেন যে এ পৃথিবী যেভাবে অন্যায়-অবিচারে পরিপূর্ণ হয়ে যাবে ঠিক সেভাবে ন্যায় ও সুবিচার দিয়ে তা পূর্ণ করে দেবে। শাবিস্তান

captcha