IQNA

জেরুজালেমের কিছু না দেখা ছবি

20:16 - December 14, 2017
সংবাদ: 2604553
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে যায়নবাদীদের হামলার পূর্বে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদীরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করত।

জেরুজালেমের কিছু না দেখা ছবি


বার্তা সংস্থা ইকনা: ১৯৪৭ সালের ১৫ মে ফিলিস্তিনের ইতিহাসে একটি তিক্ত ঘটনা ঘটে। এরফলে ফিলিস্তিনের উল্লেখযোগ্য ভূখণ্ড যায়নবাদীরা জোরপূর্বক দখল করে নেয়।
এই ঘটনা প্রায় ৭০ বছর অতিবাহিত হয়েছে এবং এই সময়ের মধ্যে অনেকে নিহত হয়েছে এবং অনেকই বাস্তুচ্যুত করা হয়েছে।
বিগত ৭০ বছরে যায়নবাদীদের রাজনীতি এমন ছিলে যে, তারা মুসলমান এমনকি খ্রিষ্টানদেরকেও তাদের নিজ অধিকার থেকে বঞ্চিত করেছে।
নিম্নোক্ত ছবিগুলো ১৯৩০ সালে জেরুজালেমের এবং ফিলিস্তিনি জনগণের দৈনন্দিন জীবনের বিভিন্ন দৃশ্য যা বার্তা সংস্থা ইকনা'র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:
iqna

 

captcha